চট্টগ্রামে ৫০০০ প্যাকেট অবৈধ সিগারেটসহ যুবক আটক

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রীজের গোল চত্বর এলাকা থেকে ৫ হাজার প্যাকেট অবৈধ বিদেশি সিগারেটসহ এক যুবককে আটক করা হয়েছে।

- Advertisement -

গোপন সোর্সের খবরে বুধবার (২২ জানুয়ার) রাত ৮টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে থানা পুলিশ।

- Advertisement -google news follower

আটক যুবকের নাম রিপন বড়ুয়া (২৬)। সে বান্দরবান সদরের জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারপাড়া এলাকার রনজিত বড়ুয়ার ছেলে।

এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, আগে থেকে গোপন সংবাদ আসে, সরকারি শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে বিদেশি ব্রান্ডের অবৈধ সিগারেটের একটি চালান নতুন ব্রিজ হয়ে রেয়াজুদ্দিন বাজারে যাচ্ছে।

- Advertisement -islamibank

এমন তথ্যে তাৎক্ষনিক অভিযানে নামে টিম বাকলিয়া। অভিযানে আনুমানিক সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ৫ হাজার প্যাকেট অবৈধ বিদেশি ব্রান্ডের সিগারেটসহ হাতে নাতে এক যুবককে আটক করে টিম।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM