চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রীজের গোল চত্বর এলাকা থেকে ৫ হাজার প্যাকেট অবৈধ বিদেশি সিগারেটসহ এক যুবককে আটক করা হয়েছে।
গোপন সোর্সের খবরে বুধবার (২২ জানুয়ার) রাত ৮টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে থানা পুলিশ।
আটক যুবকের নাম রিপন বড়ুয়া (২৬)। সে বান্দরবান সদরের জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারপাড়া এলাকার রনজিত বড়ুয়ার ছেলে।
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, আগে থেকে গোপন সংবাদ আসে, সরকারি শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে বিদেশি ব্রান্ডের অবৈধ সিগারেটের একটি চালান নতুন ব্রিজ হয়ে রেয়াজুদ্দিন বাজারে যাচ্ছে।
এমন তথ্যে তাৎক্ষনিক অভিযানে নামে টিম বাকলিয়া। অভিযানে আনুমানিক সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ৫ হাজার প্যাকেট অবৈধ বিদেশি ব্রান্ডের সিগারেটসহ হাতে নাতে এক যুবককে আটক করে টিম।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় ওসি।
জেএন/পিআর