ভারত সফরে যাচ্ছেন বিদ্যুৎ উপদেষ্টা

অনলাইন ডেস্ক

ক্ষমতার পালাবদলের পর প্রথম সারির কর্মকর্তা হিসেবে ভারত সফর করবেন বাংলাদেশের বিদ্যুৎ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। সফরে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি।

- Advertisement -

জানা যায়, আগামী ১০-১২ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ভারত এনার্জি উইক পালিত হবে। সেই উপলক্ষ্যে ‘একটি টেকসই ভবিষ্যতের জন্য বিশ্বব্যাপী এনার্জির উদ্ভাবন এবং সহযোগিতা’ শীর্ষক স্ট্রাটেজিক সম্মেলনে যোগ দেবেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। ওই সম্মেলনে যোগ দিতেই ভারতে যাচ্ছেন উপদেষ্টা।

- Advertisement -google news follower

বাংলাদেশের সঙ্গে ভারতের এনার্জি ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা ভারত-বাংলাদেশ সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে মনে করা হয়। বাংলাদেশ বর্তমানে ভারত থেকে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে। বাংলাদেশের গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্ট চালু করা হয়েছে। ভারত থেকে বাংলাদেশে হাই স্পিড ডিজেল পরিবহনের জন্য উভয় দেশের মধ্যে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন স্থাপন করা হয়েছে। সেই পাইপলাইন দিয়ে নিয়মিত ডিজেল বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে।

ঝাড়খণ্ডের গোড্ডায় আদানী গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের এনার্জি ক্ষেত্রের বিভিন্ন চুক্তি নিয়ে বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রতিনিধিরা বিভিন্ন সময়ে বিরুপ মন্তব্য করেছেন। পুর্নমূল্যায়ণের দাবিও তোলা হয়েছে। তাই মনে করা হচ্ছে, ভারত সফরে থাককালীন বিদ্যুৎ উপদেষ্টা ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে এনার্জি সহযোগিতার বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM