চান্দগাঁওতে ৩৬ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন পূর্ব ফরিদা পাড়া এলাকায় খুশি আক্তার প্রকাশ খুশিদা আক্তার (২৫) নামে এক নারী মাদক কারবারির বাসায় বিশেষ অভিযান পরিচালনা করেছে র‍্যাব-৭।

- Advertisement -

বুধবার (২২ জানুয়ারি) রাতে পরিচালিত এ অভিযানে খুশিদার বাসার বেডরুমের খাটের নিচ থেকে ৩৬ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে খুশিদাকে গ্রেপ্তার করে র‌্যাব।

- Advertisement -google news follower

গ্রেপ্তার খুশিদা কক্সবাজার সদর পান বাজার রোড এলাকার আব্দুর রহমানের মেয়ে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে র‌্যাব থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

- Advertisement -islamibank

এতে বলা হয়, চান্দগাঁও থানা এলাকার ফরিদা পাড়ায় মাদক কারবারের তথ্য পেয়ে বুধবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে ৩৬ হাজার ৩শ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব থেকে আরও জানানো হয়, দীর্ঘদিন ধরে খুশিদা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিলো। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‍্যাব।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM