মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেডের গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে এই সাক্ষাৎ করেন।
এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন জাতিসংঘের হাইকমিশনার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।
এসময় জুলাই নৃশংসতায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন মধ্য ফেব্রুয়ারিতে প্রকাশ করা হবে বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।
এ সময় প্রধান উপদেষ্টা ছাত্র-জনতা আন্দোলনে সংঘটিত অপরাধের তদন্তের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মধ্য ফেব্রুয়ারিতে ছয়টি স্বাধীন কমিশনের রিপোর্টও প্রকাশ হবে। এ প্রতিবেদনগুলো একে অপরের পরিপূরক হতে পারে।
পরে বৈঠকে প্রধান উপদেষ্টা জাতিসংঘের মানবাধিকার প্রধানকে রোহিঙ্গা সঙ্কট সমাধানে সমর্থন করার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, সম্প্রতি মিয়ানমার থেকে কয়েক হাজার নতুন রোহিঙ্গা নাগরিকের আগমনের পর অবস্থা আরও খারাপ হয়েছে। অনুপ্রবেশ রোধে রাখাইনে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল তৈরি করা জরুরি।
ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। ওই আন্দোলনের সূত্রপাত জুলাইয়ের শুরুতে। এ আন্দোলনে হতাহত হয়েছেন অনেকে।
বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার দপ্তর ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গত ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করছে।
জেএন/পিআর