কর্ণফুলীতে এক হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকার পুলিশের চেকপোস্ট থেকে ১ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আব্দুর রহমান নামে এ যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

- Advertisement -google news follower

গ্রেপ্তার আব্দুর রহমান (২১) কক্সবাজার টেকনাফ ক্যাম্প-২৪ ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা। তার বাড়ি নং- ৬৬। এবং পিতার নাম করিম উল্লাহ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

- Advertisement -islamibank

ওসি মুহাম্মদ শরীফ বলেন, মইজ্যারটেক মোড়ের চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে অভিযান চালানো হয়।

এ সময় রোহিঙ্গা আব্দুর রহমানের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM