চট্টগ্রামে এস আলম বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের চন্দনাইশ গাছবাড়িয়া এলকায় দ্রুত গতির এস আলম পরিবহনের একটি বাসের ধাক্কায় ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

- Advertisement -

গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টার সময় দুর্ঘটনাং ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

- Advertisement -google news follower

মৃত শিশুটির নাম মিশকাতুল ইসলাম (১০)। সে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর হাফেজ আবু ছালেকের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে মিশকাত দ্বিতীয়।

পারিবারিক সূত্রে জানা যায়, কুরআনে হাফেজ হিসেবে গড়ে তুলতে গেল মাসে চন্দনাইশ উত্তর হাসিমপুর হিফজুল কুরআন ফাউন্ডেশন মাদ্রাসায় মিশকাতুলকে ভর্তি করিয়ে দেন তার বাবা হাফেজ আবু ছালেক।

- Advertisement -islamibank

শুক্রবার বাড়িতে মনু মিয়া ফকিরের বার্ষিক ওরশ উপলক্ষে ফুফির সাথে খুশি মনে বাড়ি ফিরবে সে উদ্দ্যেশে মাদ্রাসা থেকে বের হয়েছিলেন শিশুটি। সড়কের পূর্বপাশে ফুফিকে দেখে মাদ্রাসা থেকে দৌড়ে সড়ক পারাপারের চেষ্টা করে মিশকাতুল। এসময় দ্রুত গতির এস আলম পরিবহনের একটি যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নিহত হয় মিশকাত।

এসব তথ্য নিশ্চিত করে নিহত শিশু মিশকাতুলের চাচা মো. দিদারুল ইসলাম জানান, রাতেই দাফনের আয়োজন করা হয়েছে। লাশ বাড়িতে আনার পর থেকে স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ