চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকার একটি বাসায় গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে ডাকাতি করার অভিযোগে ১১ জনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১ টাযর সময় নগরীর দক্ষিণ খুলশী আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের সানমার রয়েল রিচ ভবন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ওয়াজেদ, মো. হোসাইন, মো. রুবেল হোসেন, মহি উদ্দিন, আব্দুস সবুর, ইয়াকুব, মোজাহের আলম, মো. রোমেল, ওসমান, আব্দুল মান্নান, শওকত আকবর ইমন।
জানা গেছে, ১১ তলা ভবনটিতে মোট ৫২টি ফ্ল্যাট আছে। ফ্ল্যাটের মালিকদের মধ্যে সাবেক সংসদ সদস্য, অবসরপ্রাপ্ত আমলা, ব্যবসায়ীসহ আরও কয়েকজন আছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার সময় গোয়েন্দা সংস্থার পরিচয়ে ১২-১৩ জন লোক ওই ভবনে প্রবেশ করে। তারা তল্লাশির কথা বলে অষ্টম তলার দুটি ফ্ল্যাটে যায়। উভয় ফ্ল্যাটে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে।
ওই ভবনের এক বাসিন্দা সাংবাদিকদের বলেন, ‘গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে ১৩ জন এসেছিল। শুরুতেই সেটা সিকিউরিটি টিমের কাছ থেকে আমরা কেউ কেউ জানতে পারি। তখন আমরা অ্যালার্ট হয়ে যাই।
একপর্যায়ে আমরা যখন বুঝতে পারি যে ডাকাতি হচ্ছে, তখন আমরা যার যার ফ্ল্যাট থেকে বেরিয়ে আসি। আমরা তাদের ঘেরাও করে ফেলি। দুজন পালাতে সক্ষম হলেও ১১ জনকে আমরা ধরে ফেলি।’
এ সময় তাদের কাছ থেকে গোয়েন্দাদের ভুয়া পরিচয়পত্র, খেলনা অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিসি দক্ষিণ) ফয়সাল আহমেদ জানান, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌছালে ভবনের বাসিন্দারা ১১ জনকে পুলিশের হাতে তুলে দেন।
তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ করে বাসিন্দারা। এ ঘটনার বিষয়ে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।
জেএন/পিআর