চন্দনাইশে বালুবোঝাই ট্রাক চাপায় যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ রওশনহাট এলাকায় বালুবোঝাই ট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরও একজন।

- Advertisement -

শনিবার রাত ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম মো. রোমান (২৫)। উপজেলার হাশিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছৈয়দাবাদ গ্রামের আবদুস সবুরের ছেলে। আহত ব্যক্তির নাম হেলাল উদ্দিন।

- Advertisement -google news follower

স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিসি ট্রাস্ট এলাকা থেকে মোটরসাইকেল যোগে নিজ গ্রামের দিকেই যাচ্ছিলেন রোমান ও হেলাল উদ্দীন। বাইকটি রওশনহাট এলাকায় পৌঁছালে সামনে থাকা বালুভর্তি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের পিছনের চাকায় চাপা পড়ে।

ঘটনাস্থলেই নিহত হয় রোমান। অপর আরোহী ইউপি সদস্য হেলাল উদ্দীনকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে স্থানীয়রা। তার অবস্থাও গুরুতর বলে জানা গেছে।

- Advertisement -islamibank

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM