চবিতে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৯১.৩২%

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আঞ্চলিক কেন্দ্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান (খ) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় মোট উপস্থিতির হার ছিল ৯১ দশমিক ৩২ শতাংশ।

- Advertisement -

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১ থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের দুটি ভবন, সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

এসময় ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।

কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান, ঢাবি ভর্তি পরীক্ষার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের সমন্বয়ক প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান।

- Advertisement -islamibank

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯ হাজার ২১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করে। অনুপস্থিত ছিল ৭৮৩ জন।

উপস্থিত ছিলেন ৮ হাজার ২৩৮ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৯১ দশমিক ৩২ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন জানান, শান্তিপূর্ণভাবে ঢাবির ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা দপ্তরের প্রহরী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তায় ছিলেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM