চট্টগ্রামের পটিয়ায় ঘরে ঢুকে শিউলি বেগম নামে দুই সন্তানের জননীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় মাহমুদুল হক প্রকাশ মুন্সি মিয়া (৫২)কে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৭ এর একটি টিম শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মুন্সি মিয়া পটিয়া জঙ্গলখাইন এলাকার মোহাম্মদ আব্দুল হকের ছেলে। সে পটিয়া থানায় দায়েরকৃত শিউলি হত্যা মামলার এজাহারনামীয় চার নম্বর আসামি।
র্যাব জানায়, গত ১৫ ডিসেম্বর বিকেলে জঙ্গলখাইন এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে নিহত নারীর ছেলের সঙ্গে প্রতিবেশি তরুণের ঝগড়া হয়। এর জের ধরে ঘরে ঢুকে শিউলী বেগমকে ছুরিকাঘাত করে মামলার আসামিরা।
শিউলি বেগমকে রক্তাক্ত অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত ভিকটিমের স্বামী বাদী হয়ে পটিয়া থানায় ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৪ নম্বর আসামি মাহমুদুল হক প্রকাশ মুন্সি মিয়া।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে তার অবস্থান নিশ্চিত করে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকায় অভিযান চালায় র্যাবের টিম। অভিযানে গ্রেপ্তার হয় আসামি মুন্সি মিয়া।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামি মুন্সি মিয়াকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
জেএন/পিআর