চট্টগ্রাম বিমানবন্দরে পরিত্যক্ত ট্রলি ব্যাগে মিলল ৯৫টি মোবাইল

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত একটি ট্রলি ব্যাগ থেকে প্রায় ১৮ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৯৫টি মোবাইল ফোন জব্দ করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা সংস্থা।

- Advertisement -

রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে শারজাহ থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫২ ফ্লাইটে যৌথ অভিযান পরিচালনার সময় যাত্রীবিহীন একটি ট্রলি ব্যাগ তল্লাশিকালে মোবাইল ফোনগুলো পাওয়া যায়।

- Advertisement -google news follower

উদ্ধার করা ফোনগুলোর মধ্যে স্যামসাং ব্র্যান্ডের ৪৯টি স্মার্টফোন ও নকিয়া ব্র্যান্ডের ৪৬টি বাটন ফোন রয়েছে। আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে স্মার্টফোনগুলোর মূল্য ১৭ লাখ ১৫ হাজার এবং বাটন ফোনগুলোর মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, এনএসআই ও শুল্ক গোয়েন্দা সংস্থা যৌথভাবে সফল অভিযান পরিচালনা করেছে। উদ্ধারকৃত পণ্য বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM