চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদের পলিটেকনিকেল মোড় ও শ্রমকল্যাণ কেন্দ্রের পেছনে বাগান এলাকায় অভিযান চালিয়ে অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৫ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে পরিচালিত এ অভিযানে বাছির আহম্মদ রানা (২৭), মো. জিহাদ (২৪), মো. আরিফ (২৪) ও মো. ইমন প্রকাশ সাদ্দাম (২৩) নামে অপহরণকারী চক্রের চার সদস্য গ্রেপ্তার হয়েছে।
তাদের কাছ থেকে ১০টি বড় ধারালো কিরিচ, একটি ড্রেগার ও একটি চাকু এবং ৫টি মোটরসাইকেল উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ।
জানা গেছে, অপহরণকারীরা গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রুবেল রুদ্রকে, দুপুর আড়াইটার সময় সমীর দাশকে এবং বিকেল পৌণে ৫টার সময় কেশব মিত্র দাশকে হিলভিউ এলাকার নিজ নিজ লন্ড্রির দোকান ও রাস্তায় থেকে অপহরণ করে।
অপহরণ করে প্রথমে হিলভিউ রোডের একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় পরে পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদ এলাকায় পলিটেকনিকেল মোড় ও শ্রম কল্যাণ কেন্দ্রের পিছনে বাগান নিয়ে গিয়ে মারধর করে এবং ৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।
এমন একটি অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে করে গোয়েন্দা পুলিশের টিম। শনিবার রাতে অপহৃতদের অবস্থান সনাক্তের পর পাঁচলাইশের পূর্ব নাসিরাবাদ এলাকার পলিটেকনিকেল মোড় ও শ্রম কল্যাণ কেন্দ্রের পেছনে বাগানে অভিযান চালানো হয়।
এ সময় অপহৃত তিনজনকে উদ্ধার করা হয় এবং অপহরণে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত বেশ কয়েকটি অস্ত্র ও ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সাত থেকে আটজন পালিয়ে যায়।
সিএমপির মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের উপ-কমিশনার মো. রইছ উদ্দিন জানান, গ্রেপ্তার অপহরণকারী বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতি সংক্রান্তে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় নতুন করে আরও একটি মামলা প্রক্রিয়াধীন।
জেএন/পিআর