চকরিয়ায় বন্যহাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু,আহত ১

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের ফুলছড়ি বিটের খুটাখালী সংরক্ষিত বনে বন্যহাতির আক্রমণে আবু ছিদ্দিক (৬৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

- Advertisement -

এসময় মো. ইলিয়াস (৪৫) নামের আরেক শ্রমিক গুরুতর আহত হয়। রবিবার বিকাল ৪টার দিকে খুটাখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড পূর্ব পাড়ার নরফাঁড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটেছে।

- Advertisement -google news follower

নিহত আবু ছিদ্দিক (৬৫) ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জুম নগর এলাকার আব্দুল গণির ছেলে। আহত ইলিয়াস (৪৫) ওই এলাকার আবুল হোছেনের ছেলে।

হাতির আক্রমণে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি বিট কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী। তিনি জানান, প্রতিদিনের ন্যায় শ্রমিকেরা বাগান পরিষ্কার করতে যায়। সাথে বিটের কয়েকজন ফরেস্ট গার্ড ও ছিল।

- Advertisement -islamibank

কাজ শেষে বিকাল সাড়ে ৪টার দিকে শ্রমিকেরা বাড়ী ফেরার পথে নরফাঁড়ি নামক এলাকায় পৌঁছলে হঠাৎ বনের ভিতরে ওৎপেতে থাকা একটি বন্যহাতি প্রথমে ইলিয়াসকে শুঁড় দিয়ে আছড়ে মেরে আহত করে।

পরে পেছনে থাকা আবু ছিদ্দিককে পায়ে পিষ্ট করে মৃত্যু নিশ্চিত করে। চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM