কলম্বিয়ার বিপক্ষে চটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প!

ভিনদেশ ডেস্ক :

বিতাড়িত অভিবাসীবাহী দুইটি মার্কিন সামরিক বিমান অবতরণ করতে দেয়নি কলম্বিয়া। এনিয়ে বেজায় চটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

- Advertisement -

ইতোমধ্যে কলম্বিয়ায় ২৫ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

- Advertisement -google news follower

ট্রাম্প বলেছেন, তিনি কলম্বিয়া থেকে আসা সকল পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন এবং দেশটিতে নিষেধাজ্ঞা দিবেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসা সকল পণ্যের শুল্ক আরোপ করা হবে। এক সপ্তাহের মধ্যে ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি করে ৫০ শতাংশ করা হবে।

- Advertisement -islamibank

ট্রাম্পের এমন বার্তার পর পাল্টা হুমকি দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি বলেছেন, প্রতিশোধমূলক হিসেবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এর আগে রোববার পেত্রো জানান, তিনি বিতাড়িত অভিবাসীবাহী দুইটি মার্কিন সামরিক বিমান অবতরণ প্রত্যাখান করেছেন।

তিনি বলেছেন, বেসামরিক বিমানে আমরা আমাদের নাগরিকদের গ্রহণ করব। কিন্তু তাদের সঙ্গে যেন অপরাধীর মতো ব্যবহার করা না হয়।

এর আগে মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে বলেছেন, সান দিয়েগো থেকে যাওয়া বিতাড়িত অভিবাসীবাহী দুইটি সামরিক বিমান রোববার কলম্বিয়ায় অবতরণের কথা ছিল। কিন্তু জটিলতার কারণে অবতরণ করতে পারেনি।

এর জবাবেই ট্রাম্প ঘোষণা দেন, জরুরিভিত্তিতে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে। ট্রাম্প বলেছেন, কলম্বিয়ায় সরকারের প্রতি সমর্থনকারীদের ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে। সেইসঙ্গে শুল্ক আরোপ করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM