চন্দনাইশে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে হত্যা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

- Advertisement -

রবিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত থেকে সোমবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

- Advertisement -google news follower

গ্রেপ্তারকৃতরা হলেন-চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড দীঘির পাড় এলাকার মৃত নজির আহাম্মদের ছেলে রফিক মিয়া (৫০), একই ইউনিয়নের দক্ষিণ বৈলতলী মৌলানা আজিজুর রহমানের বাড়ি (নেয়ামত আলী মাঝির বাড়ি) এলাকার আবদুল মোনাফের ছেলে রিয়াদ হোসেন (২৭) ও পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া এলাকার মৃত আমির আহামদের ছেলে মো. ওয়াসিম (৩৮)।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওসি (ভারপ্রাপ্ত) যুযুৎসু যশ চাকমা জানান, গ্রেপ্তার ৩জনকে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM