সীতাকুণ্ডে আগুন, তেলের গুদামসহ ১৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি তেলের গুদামে আগুন লেগে পাশে থাকা ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

- Advertisement -

রোববার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন টিঅ্যান্ডটি রোডের সামনে এই ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের তথ্যমতে, গতকাল রাত সোয়া ১২টার দিকে তেলের গুদামে আগুনের সূত্রপাত হয়। সেই আগুন মুহূর্তে পাশের শিখা ফার্নিচার শোরুম, স্টেশনারি দোকান, গার্মেন্টস জুটের গুদাম, কুলিং কর্নার, ফার্নিচার দোকান, রড-সিমেন্টের দোকানসহ কয়েকটি চায়ের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কুমিরা ও বায়োজিদ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে স্থানীয়দের সহায়তায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তেলের গুদামসহ ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।

- Advertisement -islamibank

এ বিষয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, রাতে তেলের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে প্রথমে দুটি ইউনিট যায়।

তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় বায়োজিদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকেও আনা হয়। চারটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় চার ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডে তেলের গুদামসহ ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও মালামাল পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে- এ ঘটনায় প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM