চন্দনাইশে ফসলি জমির মাটি কাটার দায়ে ৪টি ট্রাক ও স্কেভেটর জব্দ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বহরম পাড়া এলাকায় রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার খবরে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

- Advertisement -

এসেময় অভিযানের খবর পেয়ে মাটি কাটার সাথে জড়িত সবাই পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাটিভর্তি চারটি ড্রাম ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করা হয়েছে।

- Advertisement -google news follower

রবিবার (২৬ জানুয়ারি) রাত ১১টায় অভিযানটি পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

তিনি জানান, গোপন সোর্সের মাধ্যম জানতে পারি চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বহরম পাড়া এলাকায় রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা হচ্ছে।

- Advertisement -islamibank

তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের টিম নিয়ে ঘটনাস্থলে পৌছে কৃষি জমির কাটার সত্যতা মিলে। তবে ঘটনাস্থলে মাটি কাটার সঙ্গে যুক্ত কাউকে পাওয়া যায়নি। চারটি ড্রাম ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM