চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বহরম পাড়া এলাকায় রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার খবরে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
এসেময় অভিযানের খবর পেয়ে মাটি কাটার সাথে জড়িত সবাই পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাটিভর্তি চারটি ড্রাম ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) রাত ১১টায় অভিযানটি পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
তিনি জানান, গোপন সোর্সের মাধ্যম জানতে পারি চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বহরম পাড়া এলাকায় রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা হচ্ছে।
তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের টিম নিয়ে ঘটনাস্থলে পৌছে কৃষি জমির কাটার সত্যতা মিলে। তবে ঘটনাস্থলে মাটি কাটার সঙ্গে যুক্ত কাউকে পাওয়া যায়নি। চারটি ড্রাম ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
জেএন/পিআর