চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে অসামাজিক কাজে লিপ্ত এবং জুয়া খেলার অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৩টা থেকে পৌনে ৪টা পর্যন্ত চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকার রেক্স হোটেলে এবং শমসের পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরমধ্যে হোটেল থেকে আটক হয় তিনজন। তারা হলেন-মো. নুরুল আমিন (২৪), মো. তৈয়ব (২১) ও সানজিদা আক্তার ওরফে রনি (৩৫)।
শমসের পাড়ায় জুয়ার আসর থেকে আটক হয় ৫ জন। তারা হলেন, মো. আলমগীর (৩১), মো. জিয়াউর রহমান (৪১), আনিসুর রহমান (৩৫), মো. নাইম (২০) ও মো. কামাল হোসেন (২৮)। তাদের কাছ থেকে জুয়া খেলার ৫২টি তাস এবং নগদ ৫১০ টাকা উদ্ধার করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, জুয়ার আসর থেকে আটক ৫ জনের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় অধর্তব্য মামলা রুজু করা হয়েছে। তাছাড়া হোটেলথেকে আটক তিনজনের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৭৬ ধারায় চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
জেএন/পিআর