চান্দগাঁওতে জুয়া-অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে আটক ৮

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে অসামাজিক কাজে লিপ্ত এবং জুয়া খেলার অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ।

- Advertisement -

রবিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৩টা থেকে পৌনে ৪টা পর্যন্ত চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকার রেক্স হোটেলে এবং শমসের পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

- Advertisement -google news follower

এরমধ্যে হোটেল থেকে আটক হয় তিনজন। তারা হলেন-মো. নুরুল আমিন (২৪), মো. তৈয়ব (২১) ও সানজিদা আক্তার ওরফে রনি (৩৫)।

শমসের পাড়ায় জুয়ার আসর থেকে আটক হয় ৫ জন। তারা হলেন, মো. আলমগীর (৩১), মো. জিয়াউর রহমান (৪১), আনিসুর রহমান (৩৫), মো. নাইম (২০) ও মো. কামাল হোসেন (২৮)। তাদের কাছ থেকে জুয়া খেলার ৫২টি তাস এবং নগদ ৫১০ টাকা উদ্ধার করা হয়েছে।

- Advertisement -islamibank

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, জুয়ার আসর থেকে আটক ৫ জনের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় অধর্তব্য মামলা রুজু করা হয়েছে। তাছাড়া হোটেলথেকে আটক তিনজনের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৭৬ ধারায় চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM