হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ১২টি কাঁচা বসতঘর পুড়ে ছাই

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ফয়েজুল্লাহ সারাং বাড়িতে আগুন লেগে ১২টি কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

- Advertisement -

সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

- Advertisement -google news follower

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে হঠাৎ করে ওই বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে।

আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ আনতে না পারায় ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। পরে হাটহাজারী ফায়ার সার্ভিস থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

- Advertisement -islamibank

তবে তার আগেই ওই বাড়ির মো.আলী, শরিফ, তৈয়ব, তৌহিদুল, শুকুর, ফারুক, শহিদুল ও পারভেজসহ মোট ১২জনের বিভিন্ন পরিমাপের কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

এসব তথ্য নিশ্চিত করে হাটহাজারী ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান জানান, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ১২ টি ঘর পুড়ে গেছে। দমকল কর্মীদের তৎপরতায় রক্ষা হয়েছে আশে পাশের অসংখ্য বাড়ি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন আছে জানান এ কর্মকর্তা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM