কর্মবিরতি স্থগিত, ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু

দেশজুড়ে ডেস্ক :

আন্দোলনের চতুর্থ দিনে প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।

- Advertisement -

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৮টায় খুলনা, বাগেরহাটসহ ১৬ জেলার ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হয়।

- Advertisement -google news follower

শ্রমিকরা জানান, খুলনায় আজ চতুর্থ দিনে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও ১৬ জেলায় পরিবহন চলাচল শুরু হয়েছে।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে গত ২৬ জানুয়ারি দুপুর থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা।

- Advertisement -islamibank

এ কারণে গত তিন দিন ধরে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও ১৬ জেলায় পরিবহন বন্ধ থাকে। তবে আজ বুধবার সকাল ৮টা থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM