চট্টগ্রামের উপজেলা বৈরাগ ইউনিয়নের খানবাড়ি এলাকায় অভিনব পন্থায় গরুর বাছুর চুরি করে পালানোর সময় চোর চক্রের ৫ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার বেলা ১১টার সময় বিলে চারার সময় মালিক সেজে গরু বাচুর চুরি করে সিএনজিতে উঠিয়ে নেওয়ার চেষ্টাকালে তাদের গণপিটুনির পর পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মোছাম্মৎ ইয়াছমিন (৫৫), তার মেয়ে ফাতেমা আক্তার (২৫), ছেলে মো. রাশেদ (২৭), বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের দেলা মিয়ার ছেলে নেজাম উদ্দিন (৩০) ও পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি গ্রামের জসিম উদ্দিনের ছেলে বাবলু (২৮)।
গরুর মালিক নুর মোহাম্মদ (৫৮) জানান, মঙ্গলবার বেলা ১১টার সময় বাড়ির পাশের বিল থেকে একদল চোর সিএনজিতে করে আমার একটি গরুর বাচুর নিয়ে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয়রা গোয়াল পাড়া এলাকা থেকে ৫ চোরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানালেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
জেএন/পিআর