মিরসরাইয়ে এক সন্তানের জননীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে ৫ মাস বয়সী এক পূত্র সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

- Advertisement -

বুধবার (২৯ জানুয়ারি) সকালে মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

মৃত ওই গৃহবধুর নাম তানিয়া আক্তার। সে ওই এলাকার মৃত জামশেদ আলমের ছেলে সাইফুল ইসলামের স্ত্রী। আরিফ নামে তাদের ৫ মাস বয়সী এক পুত্র সন্তান রয়েছে।

পেশায় অটোরিকশা চালক স্বামী সাইফুল ইসলাম জানান, সকালে শরীর খারাপ লাগায় অটোরিকশা নিয়ে বের হইনি। এ নিয়ে আমার স্ত্রীর সাথে কথাকাটাকাটি হয়।

- Advertisement -islamibank

পরবর্তীতে আমি ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর বাড়ি থেকে আমার মা ফোন করে বলেন, তানিয়া ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়েছেন। পরে আমি ঘরের দরজা ভেঙে তাকে নিয়ে মিরসরাই সেবা হাসপাতালে নিয়ে যায়।

মিরসরাই সেবা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক দেলোয়ার হোসেন বলেন, ‘সকালে তানিয়া আক্তারকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনেন তার স্বামী সাইফুল ইসলাম।

ইসিজি করে হার্টবিট না পাওয়ায় আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করি।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন্ত মজুমদার বলেন, গৃহবধু তানিয়া আক্তারের লাশ সেবা আধুনিক হাসপাতাল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

তবে লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM