রাঙ্গুনিয়া থানার হত্যা মামলার আসামি সহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ও রাউজান থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে রাঙ্গুনিয়া থানার হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রুবেল দাশ (৩০)সহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

- Advertisement -

র‌্যাব জানায়, বরগুনা জেলার আমতলী থানার যৌতুক মামলাসহ তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি বহদ্দারহাট এলাকায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

বরগুনা জেলার আমতলী থানার ছোট নীলগঞ্জের ইসমাইল হোসেনের ছেলে মো. জহিরুল ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ৫ বছর ধরে নগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

অপরদিকে রাঙ্গুনিয়া থানার হত্যা মামলার আসামি রাউজানের পাহাড়তলী এলাকায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি রুবেল দাশকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -islamibank

রুবেল চট্টগ্রামের রাউজান থানার উনসত্তর পাড়ার শ্রী রাম দাশের ছেলে। গ্রেপ্তার দুই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে জানায় র‌্যাব।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM