চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ও রাউজান থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে রাঙ্গুনিয়া থানার হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রুবেল দাশ (৩০)সহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
র্যাব জানায়, বরগুনা জেলার আমতলী থানার যৌতুক মামলাসহ তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি বহদ্দারহাট এলাকায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
বরগুনা জেলার আমতলী থানার ছোট নীলগঞ্জের ইসমাইল হোসেনের ছেলে মো. জহিরুল ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ৫ বছর ধরে নগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
অপরদিকে রাঙ্গুনিয়া থানার হত্যা মামলার আসামি রাউজানের পাহাড়তলী এলাকায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি রুবেল দাশকে গ্রেপ্তার করা হয়েছে।
রুবেল চট্টগ্রামের রাউজান থানার উনসত্তর পাড়ার শ্রী রাম দাশের ছেলে। গ্রেপ্তার দুই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে জানায় র্যাব।
জেএন/পিআর