যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে।
এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করেছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার আলাদা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম বিবিসি।
খবরে বলা হয়, বুধবার রাতে ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে মধ্য আকাশে আমেরিকান এয়ারলাইন্সের আঞ্চলিক যাত্রীবাহী বিমানের সঙ্গে একটি মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়।
পরে সেটিতে বিধ্বস্ত হয়ে পোটোম্যাক নদীতে পড়ে যায়। বিমানটি ক্যানসাসের উইচিটা থেকে ছেড়ে এসেছিল।
মার্কিন এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুসারে, বিমানটি ৬৫ জন যাত্রী বহন করতে পারে।
সেখানকার পুলিশ জানিয়েছে, বিমানবন্দরের সীমান্তবর্তী পটোম্যাক নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে নেমেছে একাধিক সংস্থা। বর্তমানে বিমানবন্দরটিতে সমস্ত টেকঅফ এবং অবতরণ বন্ধ রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় টেক্সাসের সিনেটর টেড ক্রুজ বলেন, আমরা জানি সেখানে প্রাণহানি হয়েছে। যদিও কতজন তা বলেননি তিনি।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভয়াবহ এই দুর্ঘটনার বিষয়ে তাকে অবহিত করা হয়েছে।
ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক বিমান রেগানের কাছে যাওয়ার সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে মাঝ আকাশে সংঘর্ষ হয়।
এছাড়া, সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, তারা এই ঘটনার আরও তথ্য সংগ্রহ করছে।
জেএন/পিআর