চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে।
শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নেতারা হলেন, বুপজেলার চরপাথরঘাটা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. ফারুক (৫৩) ও চরলক্ষ্যা ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলী আকবর হায়দার (৪৩)।
এরমধ্যে আওয়ামীলীগ নেতা মো. ফারুক চরপাথরঘাটা ৮ নম্বর ওয়ার্ড ইছানগর গ্রামের মৃত হাজী তোফাজ্জল আহমেদের ছেলে এবং যুবলীগ নেতা আলী আকবর চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ড রমজু বলির বাড়ির মৃত হোসেনের ছেলে বলে জানা গেছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা থাকায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে কোতোয়ালি থানায় সোর্পদ করা হয়েছে।
জেএন/পিআর