চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নেভাল-২ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাব্বির হোসেন (২৩), মোহাম্মদ সাজিদ ইরফান (২০), কামরুল ইসলাম ওয়াসিম (১৯), সাজ্জাদ হোসেন মারুফ (২০), আবু বক্কর সিদ্দিক (২৩), মোহাম্মদ শাহিদ সাব্বির (২২), তন্ময় দাশ (২৩), নিলয় শীল (২৩), কৌশিক ধর (২২) ও সোলেমান আহমেদ (২৫)।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধ ছাত্রমঞ্চের সক্রিয় নেতা সাব্বিরের নেতৃত্ব নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় কর্মীরা মিছিলসহ সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছিল।
এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ধরণের ব্যানার, প্ল্যাকার্ড এবং সন্দেহজনক কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা নাশকতার পরিকল্পনা করছিল। তবে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সদরঘাট থানার ওসি। তদন্তের পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
জেএন/পিআর