পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো পর্যালোচনায় কমিটি

দেড় মাস আগে ঘোষিত তৈরি পোশাক শিল্প শ্রমিকদের নতুন মজুরি কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে টানা তিন দিন ঢাকার রাস্তায় পোশাক শ্রমিকদের বিক্ষোভের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

- Advertisement -

মঙ্গলবার (৮ জানুয়ারি) নতুন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। এর আগে শ্রম ভবনে মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক করেন তিনি।

- Advertisement -google news follower

টিপু মুনশী বলেন, বৈঠকে বিষয়টি পর্যালোচনার জন্য ১২ সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিতে সরকারের বাণিজ্য সচিব ও শ্রম সচিব ছাড়াও মালিক পক্ষের ৫ জন ও শ্রমিক পক্ষের ৫ জন সদস্য হিসেবে থাকবেন। আগামী এক মাসের মধ্যে এই কমিটি মজুরির অসঙ্গতিগুলো খতিয়ে দেখবে এবং সমস্যার সমাধানে পদক্ষেপ নেবে।

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM