চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মনোয়ারা বেগমের স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় বাদশা (২৪) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
আটক বাদশার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় হলেও দুদিন আগে তিনি চট্টগ্রাম শহরে এসে ছিনতাইকারী চক্রের সাথে জড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, রোববার দুপুরে জেলা প্রশাসকের অফিসে একটি বৈঠক শেষে নগরীর কোতোয়ালি মোড় থেকে বাড়ি ফেরার উদ্দ্যেশে লেগুনাতে ওঠে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মনোয়ারা বেগম।
এসময় হঠাৎ করে তার গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী। এসময় আশে পাশের উপস্থিত জনতা ছিনতাইকারীকে ধরে থানায় খবর দেন।
পরে পুলিশের একটি টিম গিয়ে তাকে আটক করে। তবে তার আগেই কৌশলে ছিনতাইকারী চক্রের অন্য সদস্যের কাছে চেইনটি দিয়ে দেয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, আটক ছিনতাইকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে সে বিষয়টি স্বীকার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ চক্রের বাকি সদস্যদেরও গ্রেপ্তারে কোতোয়ালি টিম কাজ করছে জানালেন ওসি।
জেএন/পিআর