ফটিকছড়িতে যুবককে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিলের উত্তর হাজিরখীলের ফয়েজ আহমদ সওদাগর বাড়ির জনৈক মোহাম্মদ মাইনুদ্দিন ননির ঘরে গভীর রাতে হানা দিয়েছে স্বশস্ত্র ডাকাতদল।

- Advertisement -

রবিবার (০২ ফেব্রুয়ারি) রাতে ওই ঘরের টাকা,স্বর্ণালংকার ও বিভিন্ন দামি জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় বাঁধা দিতে গেলে মোহাম্মদ মহিউদ্দিন (৩২) নামে এক যুবককে কুপিয়ে জখম করে ডাকাতদল।

- Advertisement -google news follower

জানা যায়, ১৫/১৮ জনের একটি ডাকাতদল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ডাকাতির চেষ্টা করে। এমন সময় ডাকাতদের বাধা দিলে মহিউদ্দিনকে কুপিয়ে জখম করে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানা গেছে।

মহিউদ্দিনের ভাই মোহাম্মদ মাসুম জানান, ডাকাতদল ৫ ভরি স্বর্ণ, ৫টি মোবাইল ফোন, প্রায় ১ লাখ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

- Advertisement -islamibank

তিনি বলেন, আমরা ভূজপুর থানাকে এ ব্যাপারে অবগত করেছি। থানা থেকে পুলিশ এসে পরিদর্শন করে গেছেন।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ দায়ের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM