চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নবনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কাজীর বিদায়ী কমিটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তারা।
নবনির্বাচিত কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দায়িত্ব হস্তান্তর উপলক্ষে এক যৌথসভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি, বাংলানিউজের ডেপুটি এডিটর তপন চক্রবর্তী।
বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি দৈনিক দেশবার্তার আঞ্চলিক সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান দৈনিক জনকণ্ঠের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেমুল হক, দ্বি-বার্ষিক সাধারণ সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা দৈনিক পূর্বকোণের সিটি এডিটর নওশের আলী খান।
বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার ম. শামসুল ইসলাম নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক দৈনিক আজকের পত্রিকার ব্যুরো প্রধান সবুর শুভর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
সভায় বিদায়ী কমিটির নেতারা সব ধরনের বিভেদ ভুলে নতুন কমিটিকে সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
নতুন কমিটির সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী তার বক্তব্যে বলেন, কে জয়ী হয়েছেন, কে পরাজিত হয়েছেন তা মুখ্য নয়। সাংবাদিকদের যে কোন আন্দোলন সংগ্রামে সকলকে নিয়ে সামনে এগিয়ে যাবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।
নতুন কমিটির সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, সাংবাদিকদের কল্যাণ ও অধিকার আদায়ে দায়িত্ব পালনের পাশাপাশি আগামীতে সাংবাদিকদের সকল সংকট সমাধানে ঐক্যবদ্ধ জোরদার আন্দোলন নিশ্চিত করা হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সিনিয়র সহ-সভাপতি দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সিনিয়র সাব এডিটর স. ম. ইব্রাহিম, সহ-সভাপতি দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট মো. ওমর ফারুক, অর্থ সম্পাদক বাংলানিউজের সিনিয়র ফটোজার্নালিস্ট সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো ইনচার্জ সুবল বড়ুয়া ও প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট মিনহাজুল ইসলাম, নতুন কমিটির নির্বাহী সদস্য দি নিউজ টাইমসের ব্যুরো প্রধান আহসান হাবিবুল আলম, বিদায়ী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, বিদায়ী কমিটির নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল ও দৈনিক পূর্বদেশ ইউনিটের প্রধান জীবক বড়ুয়া প্রমুখ।
জেএন/পিআর