স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) এ এইচ এম কামরুজ্জামানকে চেয়ারম্যান করে চট্টগ্রাম ওয়াসায় ৯ সদস্যের বোর্ড কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। চট্টগ্রাম ওয়াসার সচিবকে করা হয়েছে বোর্ড কমিটির সদস্য সচিব।
গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম ওয়াসার বোর্ড কমিটি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অনুমোদন দেয়ার পর মন্ত্রণালয়ের উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি প্রকাশ হয়। সোমবার এটি প্রকাশ্যে আসে।
বোর্ড কমিটিতে অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি, অর্থ বিভাগের প্রতিনিধি, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্বাস্থ্যসেবা বিভাগের প্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, ছাত্র প্রতিনিধি রাসেল মিয়া এবং পানি ব্যবহারকারীদের প্রতিনিধি সায়েদা জেরিনা হোসেন।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ৪২ক (২) ধারার বিধান অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটি চট্টগ্রাম ওয়াসার কর্মসম্পাদনে সহায়তা প্রদান করবে এবং বোর্ডের সকল ক্ষমতা প্রয়োগ করবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, এর আগে গত ৩০ অক্টোবর চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে এ কে এম ফজলুল্লাহকে অপসারণ করা হয়।
এরপর স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশা সাময়িকভাবে দায়িত্ব পালন করেন। বোর্ড কমিটি ছাড়াই এতদিন চট্টগ্রাম ওয়াসার কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
দুইদিন আগে মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম ওয়াসার বোর্ড কমিটি অনুমোদন দেয়া হয়েছে জানিয়ে নতুন বোর্ড কমিটির ব্যাপারে মুহাম্মদ আনোয়ারা পাশা বলেন, তিনি মন্ত্রণালয়ে যোগাযোগ করে বোর্ড কমিটি অনুমোদন করে এনেছেন। আমরা আগামী সপ্তাহে নতুন কমিটির প্রথম সভা করার কথা জানান আনোয়ার পাশা।
জেএন/পিআর