চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আগামী ৬ ফেব্রুয়ারি দেশের জনপ্রিয় ৮টি ব্যান্ড নিয়ে অনুষ্ঠিত হবে ‘গালা নাইট কনসার্ট’।
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্দ্যেগে মাসব্যাপী চট্টগ্রাম ফুল উৎসব-২০২৫ এর সমাপন উপলক্ষে আযোজিত এ গালা নাইট কনসার্টটি বৃহস্পতিবার দুপুর থেকেই শুরু হয়ে চলবে রাত পর্যন্ত।
এ দিন সন্ধ্যায় গানে গানে উৎসব রঙিন করে তুলবেন নগর বাউল জেমস। দর্শক-শ্রোতাদের উল্লাসে মাতাতে যাচ্ছেন সময়ের জনপ্রিয় আরও সাতটি ব্যান্ড।
এরমধ্যে রয়েছে শিরোনামহীন, আর্টসেল, আর্বোভাইরাস, অ্যাভোয়েড রাফা, লালন, তীরন্দাজ ও উন্মাদ। চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে কনসার্টের তত্ত্বাবধানে রয়েছে প্রাইমওয়েভ কমিউনিকেশন।
গতকাল গালা নাইট কনসার্ট উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডিসি ফরিদা খানম বলেন, চট্টগ্রাম নগরের ফৌজদারহাটে অবস্থিত ডিসি পার্কে আমরা গেল ৪ জানুয়ারি থেকে ফুল উৎসবের যাত্রা শুরু করেছিলাম।
এ উৎসবের সমাপনী অনুষ্ঠান আগামী ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামে ‘গালা নাইট কনসার্টের’ আয়োজন করতে যাচ্ছি।
গণমাধ্যমকর্মী ও চট্টগ্রামবাসীর সহযোগিতার কারণে সফল ও সুন্দরভাবে মাসব্যাপী এত বড় কর্মযজ্ঞ সম্পন্ন করতে পারায় তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জানান, ‘গালা নাইট কনসার্টে’ নিরাপত্তার জন্য ১ হাজার পুলিশ সদস্য, ছাত্র প্রতিনিধি ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা থাকবেন।
এ কনসার্টে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড নগর বাউল, তিরন্দাজ, লালন, সোলস, আর্টসেল, শিরোনামহীন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদসহ অনেক প্রসিদ্ধ ব্যান্ড দল পারফরম্যান্স করবেন।
জেলা প্রশাসক বলেন, এম এ আজিজ স্টেডিয়ামে ৪০ হাজার দর্শকের ধারণ ক্ষমতা রয়েছে। কিন্তু আইনশৃঙ্খলার কথা বিবেচনা করে আমরা ৩৫ হাজার দর্শক প্রবেশের ব্যবস্থা করছি। এরমধ্যে ১৫ হাজার মাঠে এবং ২০ হাজার গ্যালারিতে থাকবে।
ফ্রি কনসার্ট আয়োজনের চিন্তা ছিল জানিয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, আমাদের মূল আকর্ষণ জেমস বলেছেন তিনি ফ্রি কনসার্ট করবেন না। তাই আমরা টিকিটের ব্যবস্থা রেখেছি। মাঠের টিকিটের প্রবেশ মূল্য রাখা হয়েছে ৫শ টাকা আর গ্যালারিতে ৩শ টাকা রাখা হয়েছে।
আগামী ৬ ফেব্রুয়ারি দুপুর থেকে এম এ আজিজ স্টেডিয়াম উন্মুক্ত করে দেওয়া হবে। প্রথমে আমাদের যারা লোকাল শিল্পী আছেন তারা গান পরিবেশ করবেন।
এরপর ধাপে ধাপে বিভিন্ন ব্র্যান্ড শিল্পীরা গান পরিবেশন করবেন। আমরা আশা করছি আমাদের মূল গায়ক জেমস রাত ৯ টা বা সাড়ে ৯ টায় মঞ্চে উঠবেন।
স্টেডিয়ামের ভেতরে আমরা কিছু স্টল ও মোবাইল টয়লেটের ব্যবস্থা রাখবো। যাতে দর্শকদের কোন সমস্যা না হয়।
এছাড়া কাজীর দেউড়ি মোড়ে একটি এলইডি স্কিনের ব্যবস্থা থাকবে। যাতে বাহিরের দর্শকরা অনুষ্ঠান উপভোগ করতে পারেন।
উল্লেখ্য, নাগরিকদের জন্য ২০২৩ সাল থেকে চট্টগ্রাম ডিসি পার্কে ফুল উৎসবের আয়োজন করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ‘ফুলের মতন আপনি ফোটাও গান’ প্রতিপাদ্য সামনে রেখে গত ৪ জানুয়ারি তৃতীয়বারের মতো শুরু হয়েছে মাসব্যাপী এই আয়োজন।
১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুলের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন। এবারের ফুল উৎসব উৎসর্গ করা হয়েছে জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের উদ্দেশ্যে।
জেএন/পিআর