বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামত’ কর্মসূচির অংশ হিসেবে ৩১ দফা কর্মশালা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নগরীর চকবাজার আনিকা কমিউনিটি সেন্টারে ১৬ নং চকবাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
প্রধান অতিথি নাজিমুর রহমান বলেন, “৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার।”
সভায় সভাপতিত্ব করেন ১৬ নং চকবাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান, এবং প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন।
এ ছাড়া নগর বিএনপির সদস্য মোঃ মহসিন, মাহবুব রানা, নগর বিএনপির সাবেক সদস্য সালাউদ্দিন কায়সার লাভু, নূর হোসেন, শাহজাহান কবির শাহীন, আবু আহমেদ, শহীদুল ইসলাম, ডা. আব্দুল মান্নান, খালেদ সাইফুল্লাহসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালাটি সঞ্চালনা করেন চকবাজার ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হামিল বাবলু। এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আ খ ম জাহাঙ্গীর, জহিরুল ইসলাম জিয়া, মোঃ সিরাজ, পারভীন আক্তার, লুৎফুন্নেসা, নুরুল আলম শিপু, হাফেজ আহমদ, আনোয়ার হাসান জুয়েল, ডালিম বাদশা, আনিসুজ্জামান সাইমন, আহমদ হোসেন সেলিম, আলাউদ্দিন আলো, জাহেদুল আলম জাকু, হাসনাত মাসুদ, বখতিয়ার উদ্দিন, আবু সালেহ জসিমউদ্দিন, মোঃ মানেক, মোঃ আনোয়ার টিপু, শহীদউদ্দিন ও মোঃ ইমরান লিটন।
এই কর্মসূচিতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের কৌশল, জনসম্পৃক্ততা বৃদ্ধির উপায় এবং দলীয় সংগঠনকে আরও সুসংগঠিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেএন/এমআর