চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে ডিসি পার্কের সামনে গাড়ি পার্কিং করা নিয়ে বিরোধে পার্কের ভেতরে ভাঙচুর চালানো হয়েছে। সেখানে ফাঁকা গুলির শব্দও পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
রাত সাড়ে ১১টায় প্রতিবেদন লেখা পর্যন্ত পার্কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে এক গাড়িচালক যাত্রী নামিয়ে পার্কের সামনে অবস্থান করছিলেন। তখন সেখানে থাকা আরেক চালক গাড়ি সরাতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। অন্য চালকরা এসে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। এর মধ্যে এক চালক অন্য চালকের গায়ে হাত তোলেন। এ নিয়ে শুরু হয় মারামারি।
চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার মো. ইসরাফিল জাহান এক ক্ষুদে বার্তায় বলেন, ডিসি পার্ক সংলগ্ন রাস্তায় ট্রাক, লরির চালক ও শ্রমিকদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে এটি সহিংসতায় রূপ নেয়। সহিংসতা পার্শ্ববর্তী ডিসি পার্কে ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।