পটিয়ায় অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়া উপজেলার কালারপুল এলাকা থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার এবং অপহরণকারীকে আটকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে জনতা।

- Advertisement -

স্থানীয়দের খবরে গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে হৃদয় নামে এ অপহরণকারীকে গ্রেপ্তার করে।

- Advertisement -google news follower

গ্রেপ্তার হৃদয় একই উপজেলার বড়লিয়া ইউনিয়নের মৌলভীহাট, পশ্চিম বারৈকাড়া গ্ৰামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ভুক্তভোগী ও প্রতেক্ষ্যদর্শীদের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে পশ্চিম বারৈকাড়া গ্ৰামের মোহাম্মদ মাহাবুু ও সেলি আকতার দম্পতির সন্তান আয়াতকে অপহরণ করে হৃদয়। পরে শিশুটিকে কালারপুল এলাকায় নিয়ে আটকে রেখে তার পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

- Advertisement -islamibank

এদিকে শিশুটির কান্না এবং হৃদয়ের কথাবার্তায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এক পর্যায়ে তাদের জিজ্ঞাসাবাদে অপরহরণের কথা স্বীকার করে শিশুটিকে ছেড়ে দেন। এসময় স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে রাত ৮টার দিকে পটিয়া থানায় খবর দেন। পরে পুলিশের টিম ঘটনাস্থলে পৌছে হৃদয়কে আটক করে থানায় আনা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পটিয়া থানার ওসি জায়েদ নূর।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM