২৯তম বিসিএস প্রশাসন ক্যাডার সার্ভিসের সভাপতি তারিক, সম্পাদক আলাওল

অনলাইন ডেস্ক

২৯তম বিসিএস (প্রশাসন) ক্যাডার সার্ভিসের ২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

- Advertisement -

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তারিক হাসানকে সভাপতি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার একান্ত সচিব র. হ. ম. আলাওল কবিরকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

- Advertisement -google news follower

কমিটিতে সহসভাপতি-১ নির্বাচিত হয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিব মো. নাজমুল ইসলাম সরকার। সহসভাপতি-২ নির্বাচিত হয়েছেন পুলিশ সংস্কার কমিশন প্রধান মহোদয়ের একান্ত সচিব আ. স. ম. জামশেদ খোন্দকার। সহসভাপতি-৩ নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. আশফিকুন নাহার। এছাড়া মো. ইকবাল হোসেন কোষাধ্যক্ষ এবং মো. সিরাজুল ইসলাম দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি তারিক হাসান বলেন, ‘ব্যাচের জন্য যুগোপযোগী গঠনতন্ত্র প্রণয়ন, সদস্যদের ডেটাবেইস প্রস্তুত এবং তাদের গুণগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যা বর্তমান যুগের চাহিদা পূরণ করবে। এছাড়া, আন্তঃক্যাডার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি ও জনকল্যাণমুখী বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।’

- Advertisement -islamibank

এদিকে, গত ২৪ ডিসেম্বর ২৯তম বিসিএস (প্রশাসন) ক্যাডার সার্ভিসের পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্দেশ্যে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য মো. রাশেদুল হককে প্রধান নির্বাচন কমিশনার এবং আমিনুল ইসলাম ও সোহানা নাসরিনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়। নির্ধারিত তারিখে একমাত্র প্যানেল নমিনেশন দাখিল হওয়ায় নির্বাচন কমিশন ঐ প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM