চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৪নং বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা মো. আবদুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৪ ফেব্রুয়ারি নগরীর খুলশী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হলেও বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি মুজিবুর রহমান।
তিনি জানান, পাঁচলাইশ থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার আবদুল রহিম দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
জেএন/পিআর