চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় চার লাখ টাকা মূল্যের অবৈধ ৩৫০ টুকরো সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অভিযানে এসব সেগুন কাঠ জব্দ করা হয়। তবে অবৈধ এ কাঠের সাথে সম্পৃক্ত কাউকে পাওয়া যায়নি।
জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে পটিয়া থানা পুলিশের সহযোগীতা নিয়ে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দক্ষিণ বন বিভাগের কর্মকর্তারা।
অভিযানে খরনা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় কাঠগুলো উদ্ধার করা হয়। এসময় কাঠের সাথে সম্পৃক্ত কাউকে পাওয়া না যাওয়ায় ৪টি ট্রাকভর্তি করে প্রায় ৩৫০ টুকরো সেগুন কাঠ পটিয়া বন বিভাগ অফিস আঙ্গিনায় নেওয়া হয়।
জব্দকৃত সেগুন কাঠের জব্দ তালিকা প্রস্তুত এবং এ বিষয়ে বন আইনে মামলা করা হয়েছে জানায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক।
জেএন/পিআর