অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিবে ভারত

ভারতে অবস্থানরত বাংলাদেশ,পাকিস্তান ও আফগানিস্তানের অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিবে ভারত। এজন্য একটি বিল পাস করেছে ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভা।

- Advertisement -

প্রতিবেশী দেশগুলোয় ধর্মীয় সহিংসতার শিকার হলে অমুসলিমরা ভারতে বসবাসের জন্য এখন থেকে নাগরিকত্ব চাইতে পারবে। মঙ্গলবার (৭ জানুয়ারি) নাগরিকত্ব সংশোধনী বিল উত্থাপন করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

- Advertisement -google news follower

এসময় তিনি বলেন, এই বিল সাধারণ মানুষের জন্য রক্ষাকবচ। ভারতের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এ আইন কার্যকর করা হবে। নির্যাতিতদের বোঝা পুরো দেশ বহন করবে।

এই বিলের তালিকায় রয়েছে হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, শিখ ও খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা।

- Advertisement -islamibank

কিন্তু এ বিল নিয়ে কংগ্রেস বা বামেরা পাশাপাশি উত্তরপূর্ব ভারতে বিজেপির সঙ্গে জোটবদ্ধ কয়েকটি দলও বিরোধিতা করেছে। এ ইস্যুতে ইতোমধ্যেই সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে বিজেপির মিত্র ‘আসাম গণপরিষদ’।

জয়নিউজ/পলাশ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM