ভারতে অবস্থানরত বাংলাদেশ,পাকিস্তান ও আফগানিস্তানের অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিবে ভারত। এজন্য একটি বিল পাস করেছে ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভা।
প্রতিবেশী দেশগুলোয় ধর্মীয় সহিংসতার শিকার হলে অমুসলিমরা ভারতে বসবাসের জন্য এখন থেকে নাগরিকত্ব চাইতে পারবে। মঙ্গলবার (৭ জানুয়ারি) নাগরিকত্ব সংশোধনী বিল উত্থাপন করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
এসময় তিনি বলেন, এই বিল সাধারণ মানুষের জন্য রক্ষাকবচ। ভারতের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এ আইন কার্যকর করা হবে। নির্যাতিতদের বোঝা পুরো দেশ বহন করবে।
এই বিলের তালিকায় রয়েছে হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, শিখ ও খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা।
কিন্তু এ বিল নিয়ে কংগ্রেস বা বামেরা পাশাপাশি উত্তরপূর্ব ভারতে বিজেপির সঙ্গে জোটবদ্ধ কয়েকটি দলও বিরোধিতা করেছে। এ ইস্যুতে ইতোমধ্যেই সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে বিজেপির মিত্র ‘আসাম গণপরিষদ’।