চট্টগ্রাম মহানগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বেলায়েত হোসেন বুলুকে এবং সদস্য সচিব করা হয়েছে জমির উদ্দিন নাহিদকে।
দুই সদস্যের এই আহ্বায়ক কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে বেলায়েত হোসেন বুলু চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং জমির উদ্দিন নাহিদ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
জেএন/এমআর