ভারতের মধ্যপ্রদেশে যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রতিবেশী ডেস্ক :

নিয়মিত প্রশিক্ষণের আগে ভারতের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যপ্রদেশের শিবপুরির কাছে টুইন-সিটার মিরাজ ২০০০ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

- Advertisement -

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি এবং ইন্ডিয়া টিভি।

- Advertisement -google news follower

দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে এরইমধ্যে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রতিরক্ষা কর্মকর্তারা।

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টা ২০ মিনিটে বিমান বাহিনীর মিরাজ ২০০০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

- Advertisement -islamibank

বিমানটি নিয়মিত ট্রেনিং ফ্লাইটে যাওয়ার সময় শিবপুরীর কারাইরা তহসিলের সুনারি থানা এলাকায় বিধ্বস্ত হয়।

ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে একটি দল পাঠায়। একই সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও। তবে দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ধোঁয়া দেখা মাত্রই গ্রামের লোকজন ঘটনাস্থলের দিকে ছুটতে থাকেন। ঘটনাস্থলে ভিড় জমান তারা।

ওই বিমানের পাইলটের একটি ছবিও প্রকাশ পেয়েছে, যেখানে তাকে আহত অবস্থায় ফোনে কারও সঙ্গে কথা বলতে দেখা যায়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM