আগুনে পুড়ল সীতাকুণ্ডের কুটুমবাড়ি কনভেনশন সেন্টার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নস্থ ছোট দারোগাহাট বাজারের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে আগুন লাগার ঘটনা ঘটেছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে তার আগেই কমিউনিটি সেন্টারটির ভেতরে থাকা বেশ কিছু চেয়ার-টেবিল এবং ভবনের সিলিং পুড়ে যায়।

- Advertisement -islamibank

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মচিন্দ্র লাল ত্রিপুরা জানান, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।

তবে কমিউনিটি সেন্টারটির মালিক উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন দাবি করছেন কমিউনিটি সেন্টারটি দখলে নেওয়ার লক্ষ্যে স্থানীয় কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে নাশকতা চালিয়েছে।

তিনি দাবি করেন, রাতে দেয়াল টপকে কিছু লোক ভেতরে ঢুকে কমিউনিটি সেন্টারটিতে আগুন লাগিয়েছেন। আগুনে চেয়ার-টেবিল এবং ভবনের সিলিং পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM