চট্টগ্রাম সিটি করপোরেশনের ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইসমাইল (৫৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত আড়াইটার দিকে নগরীর পাহাড়তলী থানাধীন লোহার পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইসমাইল ওই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ জানান, গ্রেপ্তার ইসমাইল বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ কয়েকটি মামলার আসামি।
সেসব মামলায় তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেএন/পিআর