ফাইনালে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠাল বরিশাল

অনলাইন ডেস্ক

আর কিছুক্ষণের মধ্যেই পর্দা নামবে বিপিএলের ১১তম আসরের। জমজমাট ফাইনালে মুখোমুখি তামিম ইকবালের ফরচুন বরিশাল ও মিঠুনের চিটাগং কিংস। দীর্ঘ এক যুগ পর বিপিএলে ফিরে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে চিটাগং, অন্যদিকে বরিশাল চাইছে ধারাবাহিকতা ধরে রাখতে।

- Advertisement -

সেই ধারাবাহিকতায় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচের টস ভাগ্যে জয়ী হয়েছে ফরচুন বরিশাল। অধিনায়ক তামিম ইকবাল ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে একাদশে কোনো পরিবর্তন আনেনি বরিশাল, দলে নেই জেমি নিশাম।

- Advertisement -google news follower

খুলনার বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন আলিস আল ইসলাম। তাকে ফাইনালে পাচ্ছে না চিটাগং। তার পরিবর্তে একাদশে ফিরেছেন অলরাউন্ডার নাঈম ইসলাম।

অন্যদিকে ফাইনালের আগে নিউজিল্যান্ড অলরাউন্ডার জেমস নিশামকে নিয়ে আসে বরিশাল। তবে তাকে ছাড়াই শিরোপা মহারণে নামছে দলটি। বরিশালের একাদশে নেই কোনো পরিবর্তন।

- Advertisement -islamibank

টস পর্বে ব্রডকাস্টারকে তামিম জানান মূলত উইনিং কম্বিনেশন বজায় রাখতে একাদশে কোনো পরিবর্তন আনেনি বরিশাল।

প্রায় এক দশক পর বিপিএলে ফেরা চিটাগং কিংস প্রথম দুই আসরে অংশ নিয়েছিল। ২০১৩ সালে ফাইনালে উঠলেও ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৫২ রানে হারতে হয়েছিল তাদের। দীর্ঘ ১১ বছর পর ফেরার পর থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলছে তারা, যার পুরস্কার হিসেবে জায়গা করে নিয়েছে ফাইনালে।

ফরচুন বরিশাল আসরে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে। গতবার ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নের মুকুট পরেছিল তারা। যদিও তার আগের একবার কুমিল্লার কাছেই ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। এবারও শক্তিশালী দল গঠন করে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই খেলছে বরিশাল। দলটির ধারাবাহিক পারফরম্যান্স প্রমাণ করে, কেন তারা টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। এটি বরিশালের পঞ্চম ফাইনাল, আরেকটি ট্রফি জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে তারা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM