ফেসবুক ভিত্তিক গ্রুপ, লিজেন্ড বাংলাদেশ (SSC 2000 & HSC 2002) আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট সিজন-০৭ এর ফাইনাল খেলা আজ কলাবাগান ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রতিদ্বন্দিতা করে লিজেন্ড অল স্টার এবং মিলেনিয়াম টাইগারস তেজগাঁও। তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলাটিতে মিলেনিয়াম টাইগারস তেঁজগাও টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। লিজেন্ড অল স্টার প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৬ রান করে। নামাজের বিরতি শেষে ব্যাট করতে নেমে মিলেনিয়াম টাইগারস তেজগাঁও ৪ উইকেট হারিয়ে ১৭.৪ ওভারে ২৮৯ রান করে ৬ উইকেটে লিজেন্ড অল স্টার কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আজ সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এক আড়ম্বরপূর্ণ ফাগুন ও পিঠা উৎসব উদযাপানের মধ্য দিয়ে প্রায় দেড়মাস ব্যাপী চলমান এ টুর্নামেন্ট এর সমাপনী ঘোষণা করা হয়।
জেএন/এমআর