টেকসই উন্নয়নের চাবিকাঠি নারীর ক্ষমতায়ন: মেয়র

অনলাইন ডেস্ক

দেশের সামগ্রিক উন্নয়নে টেকসই উন্নয়ন নিশ্চিতের জন্য নারীর ক্ষমতায়ন জরুরি বলে মন্তব্য করেছেন জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে আজ শুক্রবার শুরু হওয়া প্রি রামাদান এক্সিবিশনের উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

- Advertisement -

আধুনিক মানুষ মানে ফ্যাশন সচেতন। তাই নিত্যনতুন ফ্যাশনকে রাঙিয়ে দিতে এবং আধুনিক লাইফস্টাইল সর্বজনীনভাবে চট্টগ্রামবাসীর মধ্যে ছড়িয়ে দিতে এ আয়োজন। পোশাক, জুয়েলারি, জুতা থেকে শুরু করে নানা আয়োজন রয়েছে এই এক্সিবিশনে। এই এক্সিবিশনে অংশ নিয়েছেন ঢাকা, চট্টগ্রাম ও আন্তর্জাতিক পর্যায়ের স্বনামধন্য ৮০ জনেরও বেশি উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার, স্বনামধন্য ব্র্যান্ড প্রতিষ্ঠান ও জুয়েলারি এক্সপার্ট।

- Advertisement -google news follower

মেয়র বলেন, নারীরা যদি সমাজে সমান সুযোগ না পায় এবং সামনের দিকে এগিয়ে যেতে না পারে, তাহলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হয়ে পড়বে। একইসঙ্গে, বৈশ্বিক প্রতিযোগিতামূলক বাজারে দেশের টিকে থাকাটাও চ্যালেঞ্জের মুখে পড়বে। রাজনীতির পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও নারীদের অধিক সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে, যাতে তারা তাদের যথাযথ ভূমিকা পালন করতে পারেন।

“আজ নারীরা যেভাবে এগিয়ে আসছে, তা ধরে রাখতে হবে। তাদেরকে সবসময় উৎসাহিত করা, অভিনন্দিত করা এবং সামাজিকভাবে সম্মানিত করাই হবে টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি। নারীরা এগিয়ে গেলে, শহর এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে, এবং আমরা আন্তর্জাতিক পরিসরে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবো।”

- Advertisement -islamibank

নারীদের ক্ষমতায়নের পাশাপাশি তাদের স্বাস্থ্য ও স্যানিটেশন সুবিধা নিশ্চিতকরণেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে বলে জানান মেয়র। তিনি বলেন, আমরা দেখেছি, অনেক নারী পাবলিক টয়লেট ব্যবহারে অস্বস্তিবোধ করেন। ফলে তারা সংক্রমণের ঝুঁকিতে পড়েন, বিশেষ করে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে আক্রান্ত হন। এটি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত সমস্যা, যার সমাধানে আমরা উদ্যোগ নিয়েছি।”

তিনি জানান, সম্প্রতি পতেঙ্গা সমুদ্র সৈকতে আটটি আধুনিক টয়লেট স্থাপন করা হয়েছে নারীদের জন্য, যেখানে স্যানিটেশন, পরিচ্ছন্নতা এবং নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া, চট্টগ্রামের অন্যান্য স্থানেও নারীদের জন্য পাবলিক টয়লেট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মেয়র শাহাদাত হোসেন নারীদের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, এক সময় চট্টগ্রামে বিভিন্ন নারী সংগঠন লাইফস্টাইল এক্সিবিশন ও এক্সপো আয়োজন করতো, যা নারীদের ব্যবসায়িক সুযোগ বাড়াতে সহায়তা করতো। এই ধরনের উদ্যোগ পুনরায় চালু করা হলে নারীরা আরও স্বাবলম্বী হতে পারবে এবং অর্থনীতিতে তাদের অবদান বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নারীদের ব্যবসায়িক উদ্যোগে সহায়তা করতে সর্বদা প্রস্তুত এবং ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে।নারীদের সুরক্ষা ও সম্মান নিশ্চিত করা না গেলে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নারীদের প্রতি ইতিবাচক মনোভাব এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনই তাদের প্রকৃত ক্ষমতায়নের মূল ভিত্তি।”
নারীর ক্ষমতায়ন এবং উন্নয়ন নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে আশ্বাস দেন মেয়র। তিনি জানান, নারীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য সিটি কর্পোরেশন নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবে এবং এই সকল প্রকল্পের সঠিক বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

তিনি বলেন, আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নারীদের সার্বিক উন্নয়নে আমার দায়িত্ব পালন করে যাবো এবং সকল স্তরের নারীদের জন্য একটি নিরাপদ, সমান সুযোগপূর্ণ ও সমৃদ্ধ চট্টগ্রাম গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাবো।”

এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু সাইদ মুহাম্মদ আলী এবং আবু সায়েদ সেলিম।

এম অ্যান্ড এম বিজনেসের সিইও মানজুমা মোর্শেদ জানান, চট্টগ্রামের ঈদ মানে নানা আয়োজন। আর কর্মব্যস্ত জীবনে ঈদের কেনাকাটা করা অনেকের জন্যই চ্যালেঞ্জিং। এছাড়া নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য নানামুখী কার্যক্রম সংঘটিত হচ্ছে। গত ১৬-১৭ বছরে ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করা হচ্ছে। নারীরা এখন অনলাইন প্লাটফর্মে ব্যবসা করে। দেশের অর্থনীতিতে বৃহৎ আকারে ভূমিকা রাখছে। চট্টগ্রামের জনগণ প্রি রামাদান এক্সিবিশনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। আশা করা যায়, তাঁদের প্রত্যাশা পূরণ হবে। এছাড়া এই প্রদর্শনীর গ্রাহক তৈরিতে সাহায্য হবে এই সকল উদ্যোক্তাদের।

প্রদর্শনীর পৃষ্ঠপোষকদের মধ্যে অন্যতম ব্রডকাস্ট পার্টনার সার্কেল এবং মিডিয়া পার্টনার দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড। এই এক্সিবিশন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত। চলবে রবিবার পর্যন্ত।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM