ফার্মগেটে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

অনলাইন ডেস্ক

রাজধানীর ফার্মগেটে বোমা সদৃশ বস্তু দেখে ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের বোম ডিসপোজাল ইউনিট পাঠানো হয়েছে।

- Advertisement -

পুলিশ সূত্রে জানা যায়, ফার্মগেটের শেরেবাংলা নগর থানাধীন এলাকায় বোমা পাওয়ার খবর পাওয়া যায়।

- Advertisement -google news follower

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে আরিফ নামে এক ব্যক্তি পুলিশকে কল দিয়ে বোমা সাদৃশ্য বস্তুর সংবাদ দেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ দ্রুত চলে আসে।

বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম বলেন, বোমা সদৃশ বস্তু আছে এমন সংবাদের পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ গেছে। তিনটি বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন সেখানে। এছাড়া বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM