সেন্টমার্টিনে ইয়াবা নিয়ে ধরা ইউপি চেয়ারম্যান

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবাসহ সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানকে আটক করেছে কোস্টগার্ড।

- Advertisement -

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

- Advertisement -google news follower

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায় সেন্টমার্টিন দ্বীপের ৫নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান (৫৩) তার বাড়িতে বিপুল মাদকদ্রব্য (ইয়াবা) পাচারের উদ্দেশ্যে মজুত রেখেছেন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে কোস্টগার্ড পূর্ব জোন সেন্টমার্টিন দ্বীপে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন মাদক কারবারি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ঘরের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

- Advertisement -islamibank

পরবর্তীতে কোস্টগার্ড বাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় ১২ হাজার ২৭৪টি ইয়াবা জব্দ করে।

তিনি আরও বলেন, আটক আসামি ও ইয়াবা পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবার হাত থেকে রক্ষা করতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM