চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও সাবেক আওয়ামী লীগ নেত্রী রেখা আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পুলিশ।
জানা গেছে, শুক্রবার রাতে সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরীকে নগরীর ডবলমুরিংয়ের পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।
রেখা আলম চৌধুরী চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। তিনি নগরীর এনায়েতবাজার, পূর্ব মাদারবাড়ি, পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড নিয়ে গঠিত চসিকের সংরক্ষিত ৮নম্বর ওয়ার্ড থেকে দু’বার কাউন্সিলর ছিলেন।
শনিবার দুপুর ২টা পর্যন্ত আকবরশাহ থানায় এলাকা থেকে মো. রাসু (১৯), মো. সৌরভ (২০) ও জোবায়ের হোসেন রানা (২০)। চকবাজার থেকে ১৭ বছরের এক কিশোরকেও গ্রেপ্তার করা হয়।
পাঁচলাইশ থেকে গ্রেপ্তার করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত রহমানকে (২৪),কোতোয়ালী থানায় তন্ময় সেন শিবু (২৭), এমরান হোসেন মনির (৪৪), জাবেদ উদ্দিন সাজু (৪০), দিলু মিয়া (৩৫) ও রাজিবুর রহমান রুবেল (৩৭)।
সদরঘাট থেকে কামরান উদ্দিন (৩৬) ও হানিফ (৩৫), হালিশহর থেকে কায়েস (২২), বায়েজিদ বোস্তামী থেকে আরিফ হোসেন (২১), বাকলিয়া থেকে গাফফার হোসেন (৩৩), আক্তার জালাল বাবু (৩৪) ও মো. সোহেল (৪৮) এবং কর্ণফুলী থানা থেকে রাসেল আহমেদ নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাসবিরোধী আইনের এক বা একাধিক মামলা রয়েছে।
জেএন/এমআর