দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বাঁশখালী থানা পুলিশের জালে ধরা পড়েছে উপজেলার শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুর রহিম প্রকাশ রহিম মেম্বার।
গোপন সোর্সের তথ্যমতে শনিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার শীলকূপের মনকিচর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় থানা পুলিশ। গ্রেপ্তার রহিম মেম্বার ওই গ্রামের মো. মোস্তফার ছেলে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, থানার থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদের নের্তৃত্বে রহিম মেম্বারকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেএন/পিআর